বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন



Repoter Image

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশ ৩১/০৭/২০২৪ ০৬:৫৭:৫৭

বাল্ক হেডে বালু লোড করতে গিয়ে জাদুকাটায় পানিতে পড়ে গিয়ে স্রোতের তোড়ে আশরাফ মিয়া (২৬) নামে এক  শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আশরাফ মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাছুড়া খুর্শীদ আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঘাগড়া কুইরার পাড় সংলগ্ন সীমান্তনদী জাদুকাটা নদীতে ওই শ্রমিক বাল্ক হেডে বালু লোড করতে গিয়ে পানিতে পড়ে ওই শ্রমিক নিখোঁজ হন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাল্ক হেডে বালু লোডের দায়িত্বে থাকা শ্রমিক সর্দার উপজেলার বালিজুরী ইউনিয়নের তিউর জালাল গ্রামের ইসলাম উদ্দিন তার সাথে থাকা শ্রমিক আশরাফ নিখোঁজের তথ্য নিশ্চিত করেন।

ওই শ্রমিক সর্দার আরো জানান, মঙ্গলবার সকালে আশরাফ সহ ৬০ শ্রমিক নিয়ে এক ব্যবসায়ীর বাল্কহেডে জাদুকাটার নদীর উজান থেকে রাতের বেলা নিয়ে আসা পঞ্চবটি ( ছোট ছোট ) নৌকা থেকে বাল্ক হেডে (ইঞ্জিন চালিত ষ্টিল বডি বড় নৌকা) বালু লোড করছিলেন মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে।

বাল্ক হেডে অবস্থান নিয়ে অন্য শ্রমিকের নিয়ে আসা বালুর টুকড়ি টানার কাজে থাকা শ্রমিক অতিরিক্ত পরিশ্রমের ধকল সইতে না পেরে সকাল ৮টার দিকে বাল্ক হেড থেকে পড়ে গিয়ে জাদুকাটার নদীর স্রোতের তোড়ে নিখোঁজ হন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস  জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধান কাজ তদারকি করতে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ