শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ৩১/০৭/২০২৪ ০৬:২৭:৩৪

জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে জৈন্তাপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১শে জুলাই) বেলা ১১:০০ ঘটিকায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

" ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও রাহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী।

এ সময় আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান স্বাগতিক বক্তব্য উপস্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম, সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সুনারা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি, উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজান কবির খান সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত মৎস্য চাষী ও খামারীরা।

এ সময় সফল মৎস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মিফতাহুল উলুম ও নজরুল ইসলাম।  পরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে সফল দুই মৎস্য খামারীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এ বছর সম্মাননা পাওয়া দুইজন  খামারী হলেন হাজী জালাল উদ্দীন সিআইপি ও মোহাম্মদ  মিফতাহুল উলুম।

এর আগে আলোচনা সভা শুরুর প্রারম্ভে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে জৈন্তাপুর উপজেলা পরিষদের পাশ্ববর্তী পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ