বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ০১/০৮/২০২৪ ০৫:৩২:০২

শোকাবহ আগষ্টের প্রথমদিনে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১লা আগষ্ট) দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এই শোক মিছিল বের হয়। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জৈন্তাপুর বটতলা সংলগ্ন স্টেশন বাজার এলাকায় এসে শেষ হয়।

শোক মিছিল পরে মিছিলে অংশ নেয়া নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর স্বাগতিক বক্তব্যের পরে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। 

এ সময় সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ৭৫এর ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন। 

এ সময় তারা বলেন, আগষ্ট মাস শোকের মাস। এই মাস এলেই স্বাধীনতা বিরোধী চক্র সব সময় সক্রিয় হয়ে উঠে। তারা এ দেশকে অশান্ত ও ধ্বংসলীলা করতে এর পূর্বের আগষ্ট মাসকে ঘিরে অনেক তান্ডব ঘটিয়েছে। 

তারা বলেন সম্প্রতি ছাত্র আন্দোলনকে পু্ঁজি করে স্বাধীনতা বিরোধী জামাত শিবির অপশক্তি যে রাষ্ট্রিয় সম্পদের ক্ষতি করেছে তা কঠোর ভাবে দমন করতে হবে। সেই সাথে তাদের গভীর ষড়যন্ত্র থেকে জৈন্তাপুর উপজেলাকে মুক্ত রাথতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সজাগ থাকার আহবান জানান।  

এ শোক মিছিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস,  বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য মাহমুদ আলি,হানিফ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ ইয়াহিয়া,সোহেল রানা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, সদস্য রাসেল আহমেদ, মাসুদ আহমেদ, নিক্সন রায়, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, আমিন আহমেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল,জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি। 

শোক মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন দুলাল, বদরুল ইসলাম, সৈয়দ রাজু আহমেদ, সেচ্ছাসেবকলীগ নেতা মানিক আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, আহমেদ বুরহান, জাকারিয়া আলম সহ অন্যান্যরা।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ