শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন



Repoter Image

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশ ০১/০৯/২০২৪ ০৬:৫৩:০৭

জনে জনে শপথ করুন,পাড় কাটা বন্ধ করুন’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জয়নাল আবেদিন শিমুল বাগানে ‘যাদুকাটা’ নদী রক্ষা সংসদ এর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে যাদুকাটা নদীতীর কাটা বন্ধ ও 'যাদুকাটা বাঁচাও' আয়োজিত আলোচনায় উল্লেখ করা হয় বিগত দিনে যাদুকাটা নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে, তরুণ প্রজন্ম দেশ রক্ষায় যেভাবে ভূমিকা রেখেছে, ঠিক সেভাবেই নদী রক্ষায় ভূমিকা রাখবে। 

পরে রোদ্দুর রিফাত ও জুনায়েদ আহনাফ এর যৌথ সম্পাদিত ‘যাদুকাটা নদী’ বিষয়ক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম।

এসময় হাওর কালচার স্টাডি এন্ড রিসার্চ একাডেমি-এর পরিচালক সজলকান্তি সরকার, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, পরিবেশ সংগঠক নিরঞ্জন সরকার, যাদুকাটা নদী রক্ষা সংসদের সদস্য অমিও হাসান, ফয়েজ আহমেদ, কামরান আহমেদ লিমন, সাজ্জাদ হোসাইন, হোসাইন উল বারী, সারোয়ার ইবনে গিয়াস, আবির হাসান মানিক, বিপ্লব পীর, বিশ্বনাথ দেব, তামজিদ হোসাইন মিজু, সায়মুন হোসাইন বিজয়, জোনায়েদ হোসেন ফাহিম, এহসানুল বারী তমাল, মঞ্জু আহমেদ, ফয়সাল আহমেদ,জারির আহমেদ, হৃদয় হাসান, জুনায়েদ হোসেন, ইমাম হোসেন, সুজন প্রমুখ।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ