ছাতক প্রতিনিধি :>>
প্রকাশ ০৭/০৯/২০২৪ ০২:১৪:৫২
ছাতকে সুরমা নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এ লাশ উদ্ধার করে ছাতক নৌ-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন ( ভাজনা মহল) এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। লাশের গায়ে পড়নে ফুলহাতা শার্ট ও পরনে নীল রংয়ের ট্রাউজার রয়েছে। মধ্য বয়সী এ ব্যক্তি আনুমানিক ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে ধারনা করা হচ্ছে। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন মর্গে পাঠানো হয়েছে।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য