নির্মল এস পলাশ, কমলগঞ্জ
প্রকাশ ৩০/১১/২০২৪ ০৬:৫৩:২০
অয়েকপম ফাউন্ডেশন এর ফাউন্ডার যুক্তরাষ্ট্র প্রবাসী অয়েকপম বিজন এবং তার ছোট বোন কবি অয়েকপম অঞ্জুর তত্ত্বাবধানে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৩৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অয়েকপম ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর ) সকাল ১১ থেকে বেলা ১,৩০ মি; পর্যন্ত উপজেলার আদমপুর তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় হতে ৫ম শ্রেণির মোট ৩৫২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীর পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজী বিজ্ঞান বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানান কবি ও সংগঠক অয়েকপম অঞ্জু।
পরিক্ষা নিযন্ত্রক শিক্ষক শান্ত কুমার সিংহ বলেন আজকের পরিক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ ও অবিভাবকের উপস্থিতি দেখে আনন্দিত ছাত্র ছাত্রীদের শিক্ষার প্রতি গভীর মনোনিবেশ করতে মেধা পরিক্ষা বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদী।
বিভিন্ন জনপ্রতিনিধি,শিক্ষকবৃন্দ সহ সমাজকর্মীরা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠন শিক্ষক অয়েকপম অঞ্জু’র উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরো বলেন, প্রতিটি সামাজিক সংগঠন যদি অয়েকপম ফাউন্ডেশনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে। মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা শিক্ষক নূর উদ্দিন বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।
অয়েকপম অঞ্জু এই সময় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার আলোকে অয়েকপম ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আরও জানান এর আগেও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়েছে।
উল্লেখ্য, অয়েকপম অঞ্জু সাহিত্যাঙ্গনে এক সুপরিচিত নাম। সাহিত্যে অবদানের জন্যে অনেক সম্মাননা পদক পেয়েছেন। বাংলা ও মণিপুরি উভয় ভাষাতে যাঁর ঋদ্ধহাত। ইতোমধ্যে তাঁর চারটি কাব্যগ্রন্থ বেরিয়েছে।
কবি তাঁর কাব্যগ্রন্থে স্বীয় ভাবনা, কল্পনা,স্বপ্ন, অনুভূতি, প্রকৃতি, দেশপ্রেম, হাসি,আনন্দ, বিরহ ইত্যাদি ছন্দ ও ভাষাশৈলীর মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
সিলেট আই নিউজ / জেইউ
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য