বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন



Repoter Image

নির্মল এস পলাশ, কমলগঞ্জ

প্রকাশ ১০/০১/২০২৫ ০৬:০৬:৪৭

কমলগঞ্জে মণিপুরী ছাত্রছাত্রীদের মেধার বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রানীর বাজার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 

 শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১১ টা থেকে বেলা ১,৩০ মি; পর্যন্ত ২৪ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন, মণিপুরী সমাজ সংগঠক, সমাজকর্মীরা। 

সংগঠনের সভাপতি শিবানন্দ সিংহ আলাপকালে বলেন ধাবৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ সম্পাদক মানস কান্তি সিংহ বলেন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব।

সিলেট আই নিউজ / জেইউ


ফেসবুক পেইজ