

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ০৪/০২/২০২৫ ০১:৩৮:২২

সিলেট লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম থেকে অনলাইন `তীর শিলং ` জুয়া খেলার সামগ্রীসহ ৪ (চার) জুয়ারী আটক |সোমবার ( ৩ ফেব্রুয়ারি) মহানগর গোয়েন্দা বিভাগের ইয়াংকি-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম টিকেট কাউন্টারের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলো- সাগর (৩৮), পিতা- আব্দুল মালেক, চরগাছা, থানা- বশুরহাট, জেলা-নোয়াখালী , ফকির আলী (২৮), পিতা- কামাল মিয়া, রহিখাই, থানা- মোগলাবাজার, ময়নুল ইসলাম (৩০) পিতা-মৃত উস্তার আলী, তেলিরাই, থানা- দক্ষিণ সুরমা, জনি আহমেদ (২৫), পিতা-এলাইছ মিয়া, ভার্তখলা, থানা-দক্ষিণ সুরমা,
তাদেরকে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন |
সিলেট আই নিউজ / একে

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য