বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৯/০৪/২০২৫ ০৫:০৪:৩৬


সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোর আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা।

এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে, আর দাখিল পরীক্ষা শেষ হবে ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা চলবে ২২ মে পর্যন্ত।

 

সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার দিন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না।

 

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট সুবিধাবিহীন একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এ নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

 

এছাড়া প্রশ্নপত্র পরিবহনে নিয়োজিত ট্রেজারি, থানা বা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীরা কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহনের সময় কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এ ধরনের যানবাহনও নিষিদ্ধ করা হয়েছে।

 

প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। কেউ এ ধরনের গুজব ছড়ালে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।



সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ