

জৈন্তাপুর প্রতিনিধি :>
প্রকাশ ২৮/০৫/২০২৫ ০২:৪৭:৪০

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাব-৯ এর পৃথক দুইটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫৫১ বোতল নেশা জাতীয় 'এলকোডাইল' সিরাপ ও ১৯২ বোতল বিদেশী মদসহ ০৩ জন গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮শে মে) র্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৭ মে ( মঙ্গলবার) আনুমানিক রাত ১০:৫৫ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের পুত্র রহমত মিয়া (২৮)।
অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ এর একটি আভিযানিক দল ২৮ মে বুধবার আনুমানিক রাত ১২:১৫ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশা জাতীয় 'এলকোডাইল' সিরাপসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আসামপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৩) এবং আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার মোঃ বিল্লাল মিয়ার পুত্র মোঃ আব্দুল কাদির (২১)।
এ বিষয়ে র্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র্যাব -৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ ( অঃ পুলিশ সুপার) বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত তিন ব্যক্তি ও জব্দকৃত আলামত সমূহ সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সিলেট আই নিউজ / এল টি

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য