বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ০১/০৬/২০২৫ ০৮:২১:৩৫
জৈন্তাপুরে প্রস্তুত ৪৮টি আশ্রয় কেন্দ্র
ছবি: সংগৃহীত



গত দুইদিনের অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টা ভারীবৃষ্টির পূর্বাভাস থাকায় উপজেলার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে।


শনিবার (৩১শে মে) বিকেল ৩ ঘটিকা পর্যন্ত ভারী বর্ষণের ফলে সীমান্তবর্তী ইউনিয়ন ২ নং জৈন্তাপুর ও ১ নং নিজপাট ইউনিয়নের নিচু এলাকায় ঢলের পানি প্রবেশ করে ভরপুর হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত উপজেলার সারী নদী ও বড়গাঙে ধীর গতিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে সারী নদীর পানি বালুঘাট সাইটে উঠে যাওয়ার উপক্রম হয়েছে।


এদিকে আগামী দুইদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় উপজেলার বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৪৮ টি আশ্রয় কেন্দ্র খোঁলা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ২ নং জৈন্তাপুরে ৬টি ও ১ নং নিজপাট ইউনিয়নে ১৩ টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা করা হয়েছে।


২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে ভারীবৃষ্টিপাত অব্যাহত থাকায় ইউনিয়নের ৩ নং ও ৬ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাতে পাহাড়ি ঢল নামলে মানুষের বাড়ী ঘরে বন্যার পানি প্রবেশ করা আশঙ্কা রয়েছে। সে বিষয় লক্ষ্য রেখে সংশ্লিষ্ট এলাকায় উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন এলাকায় সেচ্ছাসেবী টিম প্রস্তুত সহ ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্হা রাখা হয়েছে।


এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন প্রতিটি আশ্রয় কেন্দ্র ও স্কুলের প্রধান শিক্ষকদের মোবাইল নাম্বার স্হানীয় জনপ্রতিনিধিদের নিকট দেয়া আছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের আনার ব্যবস্হা রাখা হয়েছে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার বন্যার্তদের জন্য প্রস্তুত রাখা আছেন বলে তিনি জানান। 


এ বিষয় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, শুক্রবার থেকে অবিরাম ভারী বর্ষণের ফলে উপজেলার নদী গুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুইদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 


তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি পরিদর্শন ও সার্বিক খোঁজ নিতে শনিবার বিকেল ৪ :০০ ঘটিকায় জৈন্তাপুর  সারী নদী এলাকা পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে ফেরার পথে সারীঘাট এলাকায় নামেন। এ সময় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রশাসনের প্রস্তুতি বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। 


তিনি আরো বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যে জৈন্তাপুর ও নিজপাট ইউনিয়নের আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি উদ্ধারকাজের জন্য ইঞ্জিন চালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে পর্যাপ্ত শুকনো খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ উপকরণ প্রস্তুত রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।


সিলেট আই নিউজ / ওপিএম


ফেসবুক পেইজ