শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন



Repoter Image

বিয়ানীবাজার প্রতিনিধি::

প্রকাশ ১৪/০৬/২০২৫ ০৭:২২:৩০
তাফসীরুল ক্বোরআন পরিষদ কতৃক তরবিয়ত ও খানকাহ মাহফিল সম্পন্ন

তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে তিলপারা ইউনিয়নের দাসউরা(রজব) পূর্বপার জামে মসজিদে তরবিয়ত ও খানকাহ মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার(১৩ ই জুন) বাদ আছর খতমে খাজেগানের মাধ্যমে শুরু হওয়া মাহফিল রাত ১২ টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক ও শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতী মুজিবুর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ইফতাহ অয়াল ফিকহ বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী শেহাব উদ্দিন আলীপুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ রওশন , মাওলানা জুবের আহমদ , হাফেজ তয়্যবুর রাহমান। 

এই মাহফিলে কুরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সেখানে খানকাহর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়া, তরবিয়তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যা মুসলিম সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। 

এই মাহফিলে যারা উপস্থিত ছিলেন, তারা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করার জন্য অনুপ্রাণিত হয়েছেন। এছাড়াও, খানকাহর মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির গুরুত্ব তুলে ধরা হয় এবং সেখানে উপস্থিত সকলে এই বিষয়ে একমত পোষণ করেন।

এই ধরনের মাহফিল মুসলিম সমাজে ধর্মীয় জ্ঞান প্রচার এবং আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তাফসীরুল ক্বোরআন পরিষদের দায়ত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাস্টার হারুনউর রশিদ, সহসভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ছালেহ আহমদ , ফয়সল আহমদ ,মোহাম্মদ আবুল কালাম , সহ সাধারণ সম্পাদক আব্দুল বাকী জুয়েল।

বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তিলপারা ইউনিয়ন বি এন পি'র সাধারণ সম্পাদক লিয়াকত আলী , সাংগঠনিক সম্পাদক মুহিবুর রাহমান, রজব সদরপুর ওয়ার্ডের সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ উদ্দিন , পীর ফারুক আহমদ, বিশিষ্ট মুরব্বি ফৈয়াজ আলী , সমাজ সেবক মাহতাবুর রহমান , তুরুকবাগ হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আমান উদ্দিন, দাসউরা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কামাল হোসেন ,শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ওলীউর রহমান রাজু প্রমুখ।

শেষে মাহফিলের প্রধান অতিথি ও স্থানীয় প্রবাসীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সিলেট আই নিউজ / এলটি


ফেসবুক পেইজ