গোয়াইনঘাট প্রতিনিধি :>>
প্রকাশ ২৭/০৮/২০২১ ০৯:৫২:১২
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং এলাকায় পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকালে পশ্চিম জাফলং ইউনিয়নের রাধানগর গোয়াইনঘাট রাস্তার হাওর এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মৃত অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান,গতকাল বিকেলে এলাকাবাসী পানিতে লাশ ভাসতে দেখলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করেন।
অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, লাশের শরীরে কোনও আঘাত বা অন্য কোনও চিহ্ন নেই। তবে ক্লুো বাহির করতে সকল ধরনের প্রচেষ্টা চলছে। বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে আছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে লাশটি দাফন করা হবে।তিনি জানান বৃহস্পতিবার ২৬ আগস্ট বিকালে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং এলাকায় হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে। যদি কেউ লাশের পরিচয় জানেন তাহলে ডিউটি অফিসার (০১৩২০-১১৭৯৭৪) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনও পরিচয় পাওয়া যায়নি।
সিলেট আই নিউজ / আইনিউজ/এসএ
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য