বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৩/০৭/২০২১ ০৫:০৪:১৯





হাঙ্গেরি প্রতি বছর ১৩০ জন করে বাংলাদেশি ছাত্রছাত্রীকে পূর্ণ বৃত্তি দেবে। এই সুযোগ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে ১০০টি সাধারণ বৃত্তি এবং ৩০টি নিউক্লিয়ার এনারজেটিকস বিষয়ে পড়াশোনার জন্য দেয়া হবে। ১লা জুলাই বুদাপেস্টে এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা মতে, আগামী ৩ বছর বাংলাদেশ ওই বৃত্তি পাবে। ওই শিক্ষার্থীদের পারফর্মেন্স বিবেচনায় পরবর্তীতে বৃত্তি সংখ্যা বৃদ্ধি এবং সমঝোতা স্মারক নবায়ন হতে পারে। ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত ঢাকার পক্ষে ওই সমঝোতা স্মারকে সই করেছেন। আর হাঙ্গেরির পক্ষে সে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কূটনীতিক একাডেমি বিষয়ক স্টেট সেক্রেটারি ডা. ওরসুলইয়া প্যাকসে-টমাসিক স্বাক্ষর করেন।

এ সময় ভিয়েনায় বাংলাদেশ দূতবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান রাহাত বিন জামান এবং বুদাপেস্টে বাংলাদেশের অনারারি কনসাল ড. গ্রেগ পাতাকি উপস্থিত ছিলেন। দূতাবাস জানায়, সমঝোতা সইয়ের আগে দুদেশের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে কার্যকর আলোচনা হয়। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর, যৌথ অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠা, স্বাস্থ্যখাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, পানি ব্যবস্থাপনা ও কৃষিসহ বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক, ২০২০ সালের সেপ্টেম্বরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণার ফলোআপ, ২০২১ সালে বুদাপেস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের যৌথ উদযাপন, বহুপাক্ষিক বিষয়াবলীতে সহযোগিতা ও পারস্পরিক সমর্থন এবং হাঙ্গেরির কূটনীতিক একাডেমিতে বাংলাদেশি তরুণ কূটনীতিকদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

সিলেট আই নিউজ / আই নিউজ/তাহা

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ