

জকিগঞ্জ প্রতিনিধি :>>
প্রকাশ ২০২১-০৯-১২ ১৪:১৫:২৭

সিলেট জকিগঞ্জ থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৫৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর গ্রামের মৃত বাতির আলীর ছেলে।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রামের সোহাগ মিয়ার মুদি দোকানের সামন থেকে আটক করে র্যাব-৯ ইসলামপুর সিলেট ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ৩১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান জানান, আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানা পুলিশ।
সিলেট আই নিউজ / আইনিউজ/এসএ


ফেসবুক মন্তব্য