বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৩/০৯/২০২১ ১১:৪২:০৮

পুনরায় শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি ম্যাচগুলো। ভারতে করোনা মহামারির অস্বাভাবিক অবস্থার কারনে মাঝপথেই থেমে যায় আসরটি।

স্থগিত হওয়া আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সে অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর। এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে সাকিব রোববার রাত ৩টায় ফ্লাইট ধরেন দুবাইয়ের উদ্দেশে। তবে মোস্তাফিজ যেতে পারেননি সাকিবের সঙ্গে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মোস্তাফিজ এখনও ভিসা হাতে পাননি। এদিকে সাকিবকে ছয়দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

সাকিবের কোয়ারেন্টিন শেষ হবার পরদিন অর্থাৎ আগামী ২০ সেপ্টেম্বর আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পরের দিন ২১ সেপ্টেম্বর রয়েছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

স্থগিত হবার আগে তিন ম্যাচে সুযোগ পেয়ে সাকিব করেন ৩৮ রান, নেন কেবল ২ উইকেট। এরপর আর একাদশে জায়গা হয়নি একাদশে।

তবে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। দলের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।

সিলেট আই নিউজ / আইনিউজ/এসএ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ