শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৯ অপরাহ্ন



Repoter Image

বিয়ানীবাজার প্রতিনিধি::

প্রকাশ ১৬/০৯/২০২১ ১৬:৫১:৫০

সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষ পুলিশ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের কারণ বা আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন,পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ উভয়পক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা শ্রমিকরা উত্তরবাজার স্ট্যান্ড অফিসে ও ট্রাক চালক-শ্রমিকরা শেওলায় জড়ো হচ্ছেন। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

সিলেট আই নিউজ / আই নিউজ/ এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ