বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন



Repoter Image

নিজস্ব প্রতিবেদন ::

প্রকাশ ২৩/০৬/২০২১ ০৮:০৭:০০

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা চেলেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। শুনানি শেষে আজ বুধবার অভিযোগের সত্যতা না পেয়ে তা খারিজ করে দেন নির্বাচন কমিশন।

বিষয়টি সিলেট আই নিউজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের সকল বাঁধা উপেক্ষা করে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের প্রমান না পাওয়ায় আমার প্রার্থীতা বৈধ বলে জানিয়েছে। তিনি সবার দোয়া চান।

এর আগে, রবিবার (২০ জুন) দুপুরের পরে আতিকের আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্য ঢাকাস্থ প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন। হাবিবের দ্বৈত নাগরিকত্বের কারণে তার সাংসদ প্রার্থী হওয়া বৈধ নয়- এ বিষয়টি তুলে ধরে অভিযোগ করেন জাপা নেতা আতিক।

সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ