মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন



Repoter Image

নিজস্ব প্রতিবেদন ::

প্রকাশ ০৪/১২/২০২১ ১০:০৪:২১

বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত, ছড়ার রাজা দিলওয়ারের ৮৫তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে গণমানুষের কবি দিলওয়ার বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়ােজন করা হয়েছে।

রচনা প্রতিযোগিতার ক বিভাগে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা (বিষয় : কবি দিলওয়ার, সর্বোচ্চ ৫০০ শব্দ ) ও খ বিভাগে (একাদশ-দ্বাদশ শ্রেণি বিষয়: বাংলা সাহিত্যে গণমানুষের কবি দিলওয়ার-এর অবদান, সর্বোচ্চ ৮০০ শব্দ) শিক্ষার্থীরা সিলেটের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগীরা রচনা স্পষ্টাক্ষরে নিজ হাতে অথবা কম্পিউটার টাইপ করে প্রতিযােগীর পূর্ণ নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-শ্রেণি-রােল নং এবং মােবাইল নাম্বার উল্লেখ করে ২০ ডিসেম্বরের মধ্যে নিম্নের ঠিকানায় রচনা পাঠাতে হবে।

রচনা প্রতিযােগিতার বিচারক প্যানেলের যাচাই-বাছায়ের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের নাম প্রকাশ করবেন।

আগামী ১ জানুয়ারি ২০২২ অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সেরা রচনাসমূহ ও প্রতিযোগীর নামসহ দক্ষিণ সুরমায় সাহিত্য পরিষদের স্মারক প্রকাশিত হবে এবং পুরস্কারের সাথে স্মারক প্রদান করা হবে।

রচনা পাঠানোর ঠিকানা: ই-মেইল : [email protected] দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ, স্টেশন রােড, সিলেট অথবা বাসিয়া প্রকাশনী, সামসুদ্দিন হাউস, স্টেশন রােড, সিলেট।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১-৪৮৪৬৬৮, ০১৭১৬-৪৬৮২৮০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।


সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ