

গোয়াইনঘাট প্রতিনিধি :>>
প্রকাশ ২০২১-০৬-২৫ ১১:১৪:৫৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাঁও ইউনিয়নের অন্তর্গত কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা গোয়াইনঘাট কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোয়াইনঘাট কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন কমিটি গঠন গঠন করা হয়েছে।
২৪ জুন বৃহস্পতিবার সকালে কচুয়ার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালার ভিত্তিতে
ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন অত্র বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য ও শাহজালাল সিটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হামিদ রিফাত।পরে কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভার মাধ্যমে পূরাতন কমিটিকে বিদায় এবং নতুন কমিটিকে বরন করা হয়| এতে উপস্থিত ছিলেন কচুয়ার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম,সহকারী শিক্ষক আছমা বেগম, আমিনা বেগম, গ্রামের প্রবীন মূরব্বি আলকাছ মিয়া, সিরাজুল ইসলাম, ওয়াছির আলি,যুবকদের মধ্যে আব্দুল হামিদ রিফাত, আতিকুল ইসলাম,আব্দুল মতিন লেবু, রজব আলি,রুহুল আমিন, সহদেব বিশ্বাস, আব্দুল কাইয়ূম,সালমা বেগম, শিপন আক্তার আরও অনেকে।
সিলেট আই নিউজ / আইনিউজ/এসএম


ফেসবুক মন্তব্য