মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৩/০৪/২০২৩ ০৯:০০:১৩
ছবি সংগৃহীত

সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বুধবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব কাজি মো. আবদুর রহমান বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ সিলেট সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। এরআগে তিনি  এম.সি. কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। অধ্যাপক রিয়াজ ১৪শ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন।

অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, মুরারীচাঁদ (এম.সি)কলেজ দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরুদায়িত্ব নিতে যাচ্ছি। কলেজটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।


সিলেট আই নিউজ / একে

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ