শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন



Repoter Image

গোয়াইনঘাট প্রতিনিধি :>>

প্রকাশ ২৭/০২/২০২৪ ০৭:০৫:২৮
গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয়

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পারে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের পাড় এলাকায় গত শুক্রবার রাত ৯ টার দিকে স্হানীয় ইয়াকুব নামে একজন লোক নদী পারাপারের সময় মর্টারসেলটি পায়ে লাগলে সেটি উপরে এনে  পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে।

 সিলেটে সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহার এর নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীন সহ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সহ গোয়াইনঘাট থানার  পুলিশ সদস্যবৃন্দ।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ