আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২৮/০২/২০২৪ ০৩:৩১:২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়েকে ভাগিয়ে নেওয়ার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। এবং অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ১০টা নাগাদ এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪৭ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ সদস্য কাউসার আহমেদও রয়েছেন।
তবে আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
সংঘর্ষের কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এক পক্ষ জানায়, পূর্বশত্রুতা ও সংসদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। অন্যদের মতে, এক পক্ষের মেয়েকে আরেক পক্ষের ছেলে ভাগিয়ে নেওয়ার জেরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বর্তমান ইউনিয়ন পরিষদ মেম্বার ও যুবলীগ নেতা কাউসার আহমেদ এবং বিএনপি নেতা জয়নাল আবেদীনের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। কাউসার আহমেদের মেয়েকে জয়নালের পক্ষের মহসীন নামে এক যুবক জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ আছে। দুই পক্ষের সংঘর্ষে বিভিন্ন এলাকার আরো অনেকে যোগ দেয় বলে জানা গেছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম দুপুর ১টার দিকে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
মূলত এক মেয়েকে ভাগিয়ে নেওয়ার জের ধরে এ ঘটনা ঘটে।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য