শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ২৮/০২/২০২৪ ০৮:১৯:২৮
জৈন্তাপুরে মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শায়খে লক্ষিপুরি (দা:)

জৈন্তাপুর উপজেলায় আশির দশকে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ৪ নং বাংলা বাজার গুলজারুল উলুম মাদ্রাসার তিনতলা নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী)  বিকেল সাড়ে চার ঘটিকায় মাদ্রাসার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন, বৃহত্তর  সিলেটের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা মুশাহিদ বায়মপুরীর ( রহ) স্মৃতিবিজড়িত দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরি (দা:বা:) । 

এ দিকে হযরতের আগমনের খবরে বৃহত্তর ৪ নং বাংলা বাজার এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসা প্রাঙ্গনে এসে জোড়ো হতে থাকেন।

বিকেল সাড়ে ঘটিকায় তিনি মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে নিজ হাতে নবনির্মিত ভবনের প্রথম পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মাদ্রাসা নির্মান, শিক্ষক, ছাত্রছাত্রী, পরিচালনা কমিটি ও এলাকার মৃত সকল ধর্মপ্রাণ মূসল্লীদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিব ( সাহেবজাদা মহেষপুরী), লামনিগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, জামেয়া ইসলামিয়া গুলজারুল উলুম মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা ওয়াহিদুল হক।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মুজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাজি মোস্তাক আহমেদ চৌধুরী, সহ সভাপতি মো আলী আকবর, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ২ নং লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আব্দুল মান্নাম মনু,,মো কবির আহমেদ (সেক্রেটারি)  মো আব্দুল জলিল,আহমদ আলি মেম্বার,মো শফিকুল ইসলাম শফিক, মাওলানা ইসলাম উদ্দিন সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ