বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন



Repoter Image

সিদ্দিকুর রহমান, স্পেন

প্রকাশ ১২/০৫/২০২৪ ০৮:৩১:২৭

স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্পেন প্রবাসী মেহেদী হাসান (২৩)। তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

মেহেদী হাসান গতকাল (১১ ই মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দুকানে কাজ শেষে ফেরার পথে জেব্রা ক্রসিং রোড একসিডেন্ট করেন। মাজায়  ও মাথায় প্রচন্ড আঘাত পেলে চিকিৎসারত অবস্থায় ভোর ৫ টায় মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহতের চাচা মুক্তার হোসেন জানান প্রতিদিনের মতো ভাতিজা মেহেদী হাসান দুকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রাস্তায় জেব্রা ক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে শেষ নি:শাষ ত্যাগ করেন। 

ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান নিহতের লাশ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলতেছে।আজ বাদ মাগরিব মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে নিহতের লাশ দেশে প্রেরণ ও আনুষাঙ্গিক বিষয়ে আলোচনা হবে।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ