বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন



Repoter Image

ছাতক প্রতিনিধি :>>

প্রকাশ ০৮/০৬/২০২৪ ১২:২০:৪৯

ছাতকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ন ২১-৫৯১৮) চালক সহ ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জস্থ হাইওয়ে থানার সামন থেকে ট্রাক বোঝাই ভারতীয় মালামাল সহ তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃরা হলো দোয়ারাবাজার উপজেলার বাগমারা গ্রামের রফিক ফকিরের পুত্র সাইফুল আলম(৩৭), বাগাখানা গ্রামের আবুল হোসেনের পুত্র সিরাজুল ইসলাম(৩৬), পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের পুত্র গাড়ি চালক রুবেল (৩০) ও বশির শিকদারের পুত্র গাড়ির হেলপার মোহাম্মদ রাশেদ।

আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মনিরুল ইসলাম সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কলস হাইওয়ে থানার সামন থেকে মালামাল বোঝাই ট্রাক সহ ৪ জনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১১০ কাটন অরবিট সুইংগাম, ২ লাখ ১৮ হাজার টাকা মুল্যের ৫০ কাটন হারসিজ সিরাপ জেনুইন চকলেট ফ্লেভার ও ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের পেয়ার্স বাথিং বার জব্দ করা হয়। ট্রাক সহ জব্দকৃত মালামাল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ