বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৩/০৬/২০২৪ ০৪:০৮:০৪

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের মাটিঢালির উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি হয়েছে। বুধবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি ভাঙা দেখতে পান। তারপর পুলিশে খবর দেন তারা। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব পাওয়া গেছে।

এর আগেও গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছিলো দুর্বৃত্তরা।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ