

সিদ্দিকুর রহমান, স্পেন
প্রকাশ ২৪/০৬/২০২৪ ০৫:৩৬:০৯

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্পেনের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ও হারুন মিয়ার পরিচালনাধীন টোলেডো ফ্রুটাসের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা।রবিবার(২৩ জুন ) রাজধানী মাদ্রিদের খেতাফে এল কাছার মেট্রো স্টেশনের পাশে শিশু পার্কে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পুরুষ নারী শিশু কিশোরদের উপস্থিতিতে কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পুণর্মিলনী এক মিলনমেলায় পরিণত হয়।শুরুতেই প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তলেদো ফ্রুতাসের স্বত্বাধিকারী ও ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি শাহ আলম।
ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় ঈদের শুভেচ্ছা জানান তলেদো ফ্রুতাসের আরেক স্বত্বাধিকারী হারুন মিয়া, বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক , গ্রেটার সিলেটের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান , বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুতা কাজী, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সিনিয়র সহ সভাপতি আল আমিন শেখ ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রিড়া সম্পাদক আবু বক্কর তামিম সহ বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ।
তলেদো ফ্রুতাসের স্বত্বাধিকারী শাহ আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ঈদ পুণর্মিলনী সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।তিনি আরও বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকম অনুষ্ঠান করতে পারি।
সিলেট আই নিউজ / এল টি

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য