শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০১/০৭/২০২৪ ০৪:০৪:৪৮

বন্যা ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে আল মুনির ট্রাস্ট ইউ.কে এর উদ্যোগে গত ২৯ জুন শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর, মির্জানগর ও মানিকপুর গ্রামের ত্রাণ বিতরণ করা হয়েছে।

আল মুনির ট্রাস্ট ইউ.কে’র পৃষ্ঠপোষক হাফিজ আশরাফুল মৌলা, এহছানুল মৌলা ও রেজাউল মৌলা বাবুলের অর্থায়নে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সিকন্দরপুরের সেক্রেটারী ব্যাংকার আখলাকুল মৌলা বাহার, দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য হিরা মিয়া, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আহবাব হোসেন, তানভীর আহমদ, নেছার আলী, নামর মিয়া, রশিদ আহমদ, বখতিয়ার বিন বাছির, এনামুল মৌলা মাহদী প্রমুখ।

অনুষ্ঠানে আল মুনির ট্রাস্ট ইউ.কে এর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে জনপ্রতি ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যা কবলিত মানুষেরা অসহায়ের মধ্যে দিনপাত করছেন।  বন্যায় রাস্তাঘাট, বাড়ি-ঘরসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আল মুনির ট্রাস্ট ইউ.কে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ ট্রাস্টের মত অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ খাবারসহ নানামুখী সমস্যার মধ্য দিয়ে সময় পার করছে। সিলেটে বন্যাকবলিত মানুষের সংখ্যা প্রায় লক্ষাধিক। তাঁদেরকে সহযোগিতা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী সহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ