আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ০৪/০৭/২০২৪ ১১:০৭:০৬
ইতোমধ্যেই যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে নান জল্পনা-কল্পনা শুরু হয়েছে। জরিপকারী সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে এবার রেকর্ড জয় পেয়ে সরকার গঠন করবে লেবার পার্টি। পক্ষান্তরে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির এবার ভরাডুবি হতে পারে। যাইহোক সকল জল্পনা-কল্পনার অবসান ঘটাতে আজ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দিবে দেশটির সাধারণ জনগণ। বিবিসির খবর অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
যুক্তরাজ্যের হাউস অব কমন্সের আসন সংখ্যা ৬৫০টি। এবারের নির্বাচনে বৃটেনের পার্লামেন্ট সদস্যদের নির্বাচিত করতে ভোটে অংশ নিচ্ছে প্রায় ৪ কোটি ৬০ লাখ ভোটার। আজই ভোটারদের ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কারা হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ভোটের ফলাফল আজ রাতে বা শুক্রবার সকালে ঘোষণা করার কথা রয়েছে। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে কমপক্ষে ৩২৬টি আসনে জয়ী হতে হবে। নির্বাচনে ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ ভোট দিতে পারবেন।
এছাড়া এবার ২০২২ সালে আইনি পরিবর্তনের মাধ্যমে দেশটির প্রায় ২০ বৃটিশ নাগরিক এবার ভোট দেওয়ার অধিকার পেয়েছে। তবে যারা ১৫ বছরের বেশি সময় ধরে দেশটিতে রয়েছে তারাই কেবল ওই আইনের অধীনে এবার ভোটে অংশ নিতে পারবেন।
গত মে মাসে পার্লামেন্ট ভেঙ্গে নতুন নির্বাচনের ঘোষণা দেন বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত ১৪ বছর ধরে টানা বৃটেনের ক্ষমতায় রয়েছে সুনাকের কনজারভেটিভ পার্টি। তবে এবার তাদের বড়রকমের পরাজয় হতে পারে বলে জরিপের পূর্বাভাসগুলোতে তথ্য দেওয়া হয়েছে। যদিও এবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন ঋষি সুনাক।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে জোরালো প্রচারণা চালান লেবার পার্টির প্রধান স্টারমার এবং কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক। এবারের প্রচারণায় দেশটির অর্থনীতি এবং অভিবাসন নীতি গুরুত্ব পেয়েছে। তারা দুজনেই জয়ী হলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া একে অন্যকে দোষারোপ করে বলেছেন যে প্রতিপক্ষ জয় পেলে দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।
ভোটের ফলাফলের বিভিন্ন জরিপে লেবার পার্টির ভূমিধস বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোট গণনাকারী সংস্থা সার্ভেশনের একটি পূর্বাভাসে বলা হয়েছে, এবার কমপক্ষে ৪৮৪টি আসনে জয়ী হবে কিয়ের স্টারমারের লেবার পার্টি। এর আগে দলটির সাবেক নেতা টনি ব্লেয়ার ১৯৯৭ সালে ৪১৮টি আসনে জয়লাভ করেছিলেন। এই জরিপে সেবারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এসব জরিপ অনেকটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে ঋষি সুনাকের জন্য। তবে আজই নির্ধারণ হবে কারা এবার বৃটেনে সরকার গঠন করতে যাচ্ছেন।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য