বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ১৭/০৭/২০২৪ ০২:৫৩:০৪

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে চিনি ভর্তি একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করেছে পুলিশ।  আটক হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার পশ্চিম গৌরিশঙ্কর গ্রামের মানিক মিয়ার ছেলে রহিম আহমেদ (২৮), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আলি হোসেন (২৭) ও জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র রহমত আলি (২৫)। 


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ই জুলাই) সকাল ৭:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত লক্ষিপ্রসাদ গ্রামের ফেরিঘাট ব্রীজের দক্ষিণে তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। 


এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি সাদা রংয়ের টয়োটা কার ( রেজি নং - ঢাকা মেট্রো - খ- ১১- ৭৮০১) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় কারের ভিতর থেকে ভারত থেকে চোরাইপথে আনা ১৭ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকার মত। 


বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25B(1)(b)/25.D ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে পুলিশ পাহারায় তিন আসামিকে বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ