মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন



Repoter Image

নিজস্ব প্রতিবেদন ::

প্রকাশ ০৩/০৮/২০২৪ ০১:০৫:১৩

সিলেটে গতরাত থেকে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি। শুক্রবার দিনভর ছিল থেমে থেমে বৃষ্টির ভাগড়া। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট বিভাগের বিভিন্নস্থানে বৃষ্টিপাতের এ প্রবণতা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জানা যায়, সিলেটে শুক্রবার সকাল থেকে অবিরাম মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনি, রবি ও সোমবার সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা,উত্তর প্রদেশ,বিহার,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এতে আগামী কয়েকদিন সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ