মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৩/০৮/২০২৪ ০৪:৫১:৩৯
শিক্ষার্থীদের দখলে সিলেটের চৌহাট্টা

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অবস্থান করতে দেখা গেছে।

শনিবার দুপুর দেড়টা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন তারা। এর পর বিকেল ৩টায় শহীদ মিনার ছেড়ে চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে নগরীর জিন্দাবাজার-আম্বরখানা ও রিকাবীবাজার-নয়াসড়ক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীদের ঠেকাতে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। এর আগে দুপুর থেকে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে তাদের। এছাড়া শিক্ষার্থীদের ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে আছেন। এ অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে চৌহাট্টা এলাকায়। বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে পারছেন। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন। আশা করি তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হবে।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ