মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৩/০৮/২০২৪ ০৫:২৮:১৫
গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

চলমান কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে ইমন নামে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

ইমন গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন।

কোটা আন্দোলন ঘিরে এ নিয়ে সারা দেশে অন্তত ২১১ জনের মৃত্যু হলো। তবে মৃত্যুর হিসাব নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ সরকারি হিসাবে যেটা বলা হয়েছে, গণমাধ্যমগুলো তার চেয়ে বেশ কিছু বেশি মৃত্যুর কথা প্রকাশ করেছে।


সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ