মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন



Repoter Image

জকিগঞ্জ প্রতিনিধি :>>

প্রকাশ ০৩/০৮/২০২৪ ০৬:২১:১৩
জকিগঞ্জের প্রশাসনের টহল জোরদার

সারাদেশে আজ শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। উত্তাল সারাদেশ। সিলেট শহরেও প্রচন্ড বিক্ষোভ মিছিল চলছে। জকিগঞ্জে শুরু থেকেই এই আন্দোলনের কোন প্রভাব না পড়লেও আন্দোলন শুরুর দুই সাপ্তাহ পর কালীগঞ্জে ইছামতি ডিগ্রী কলেজ ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে। পরের সাপ্তাহে বাবুর বাজারের মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দেশব্যাপী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলে আজ সকাল থেকে জকিগঞ্জে কড়া নজরদারি রাখছে প্রশাসন। কালীগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজেস্ট্রেট সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা টহলে আছে।

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী হাসিব তাপাদার ও সুফিয়ান আহমদ সহ ব্যবসায়ীরা জানান, সারাদেশের উত্তাল পরিস্থিতিতে আমাদের কালীগঞ্জেও প্রভাব পড়ে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি কারণ বরাবরই কালীগঞ্জে যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখান এখানকার মানুষ। দুপুর থেকে প্রশাসনের টহল চোখে পড়ছে।

এ ব্যাপারে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আমরা কালীগঞ্জে আছি। পুলিশের টহল অব্যাহত রয়েছে। জকিগঞ্জে এ রকম কোনো পরিস্থিতির আশংকা নেই।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ