শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন



Repoter Image

সিদ্দিকুর রহমান, স্পেন

প্রকাশ ১৭/০৮/২০২৪ ১০:১৪:২১
স্পেন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

 স্পেনে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস  এলাকার কিরণ ভাই'র রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের ব্যানারে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিজভী আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ।১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখার পাশাপাশি জাতির পিতাকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার পাঁয়তারা করেছিল খুনিরা। কিন্তু বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, জাতির পিতাকে মানুষ কখনো ভুলতে পারবে না।

সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,সহ সভাপতি একরামুজ্জামান কিরণ , মাস্টার বদরুল আলম, বাহার উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ ,বেলাল আহমেদ ,হাসান আহমদ , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ,বদরুল কামালী, প্রচার সম্পাদক কামরুল ইসলাম ,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ,কোষাধ্যক্ষ জানে আলম, আওয়ামী লীগ নেতা এইচ এম দবির তালুকদার ,মনির আহমেদ, আতা মিয়া, লুৎফুর রহমান,মাহবুবুল আলম বকুল,কামাল আহমদ ,এনামুল হক,আলি আকবর তানিম,আলী আহমদ ,আবুল হোসেন,সবুজ মোল্লা,হোসেন আহমদ ,আব্দুস সামাদ,আব্দুস সাত্তার , খোকন আলী, সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন সুবর্ণা,হুমায়রা বেগম ,উম্মে কুলসুম ডেইজি,সিফাত ই নওরীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্পেন শাখার যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে ১৫ আগস্ট জাতির পিতাসহ নিহত পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আহমেদ আসাদুর রাহমান সাদ।পরে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ