শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ০৯/০৯/২০২৪ ০৩:০৮:৩৪
জৈন্তাপুর টিলার পাথর বহনকারী ট্রাক আটক করেছে পুলিশ

জৈন্তাপুরে অবৈধভাবে টিলার পাথর বহনকালে  একটি ট্রাক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে উক্তো ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াবাড়ী এলাকা হতে পাহাড় টিলা কেঁটে লাল পাথর উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র।  ইতিপূর্বে প্রশাসনের অভিযানে বেশ কয়েকবার অভিযান, মামলা,জরিমানা করা হলেও কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সক্রিয় হয়ে উঠে চক্রটি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ই সেপ্টেম্বর) রাত ১১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। ওইদিন জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোয়াবাড়ী গ্রামের জৈনিক নুর মিয়ার বসতবাড়ীর সামনে হতে পাথর বোঝাই একটি হাইড্রোলিক ট্রাক ( সিলেট - মেট্রো- ড ১১-০১১৪) কে আটক করা হয়।  

এ সময় পুলিশের অভিযান টের পেয়ে ট্রাকের সাথে থাকা চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককরা  ট্রাকে ২০০ ঘনফুট পাথর ছিলো। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি খাস ভূমিতে অনধিকার প্রবেশ করে অবৈধভাবে পাথর উত্তোলন ও টিলা কাটা,পাথর চুরি ও সরকারি রাস্তার ক্ষতিসাধনের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।  মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহনের পরিপ্রেক্ষিতে আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ