জৈন্তাপুর প্রতিনিধি :>
প্রকাশ ০৯/০৯/২০২৪ ০৩:১৬:৩৭
জৈন্তাপুরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সদ্য মারা যাওয়া হতদরিদ্র এক বাবার রেখে যাওয়া পাঁচ সন্তানের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে স্হানীয়রা।
স্হানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত সেনগ্রামের বাসিন্দা মরহুম বরকত উল্লাহ্'র ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ২৪শে আগষ্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন এই দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত থাকা কালীন তার সহায় সম্বল বিক্রি ও স্হানীয়দের আর্থিক সহায়তার চিকিৎসা চালিয়ে ছিলেন। মৃত্যুর পরে তিনি স্ত্রী, চার পুত্র এক কন্যা সন্তান রেখে গেছেন।
সহায় সম্বল বলতে বাঁশের খুটির উপর নির্মান করা একটি পুরোনো টিন শেডের ঘর ছাড়া আর কিছুই রেখে যেতে পারেন নি। তার চার পুত্র রহিম উদ্দিন, রাকিব উদ্দিন,রাসিস উদ্দিন, রাফি উদ্দিন ও কন্যা রুবিনা আক্তার। বড় ছেলের বয়স ১৬ বছর। পরিবার চালাতে সে লেগুনা গাড়ীতে হেলপার হিসেবে কাজ করে। বাকিরা স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
এমতাবস্হায় তাদের কোন কৃষি জমি আর্থিক সহায় সম্বল না থাকায় পিতৃহীন এই শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
স্হানীয় ইউপি সদস্য মোদাচ্ছির আহমেদ বলেন, খলিলুর রহমান চিকিৎসা করা অবস্থায় তার সব হারিয়ে পরিবার নিঃস্ব। এখন তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পরিবারের আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য তার স্ত্রীকে একটি খামার করে দেয়ার উদ্যোগ করেছে স্হানীয় তরুণরা। যে খামারে দুইটি গরু ও হাঁস মুরগী লালন পালনের ব্যবস্হা থাকবে।যাতে করে অসহায় এই পরিবারটি খামারের মাধ্যমে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে জীবন যাপন করতে পারে। এ জন্য তিনি দেশের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানান । তিনি বলেন আগ্রহী ব্যাক্তি তার ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৭২৬৮৮৫৭৬০) এ যোগাযোগ করতে পারবেন।
এদিকে হাজারী সেন গ্রামের মালয়শিয়া প্রবাসী তরুণ উজ্জ্বল আহমেদ জানান,দূরারোগ্য ব্যাধীতে নিহত খলিল আহমেদের পরিবারে পাশে দাঁড়াতে তারা একটি ম্যাসেন্জার গ্রুপ খুলে তহবিল সংগ্রহ শুরু করেছেন। ইতিমধ্যে গ্রুপের সদস্যরা যার যার অবস্থান থেকে টাকা সংগ্রহ করে তহবিলে জমা দেয়া শুরু করেছেন। তিনি জানান, আরো কয়েকদিন তহবিল সংগ্রহ চলবে। পরে স্হানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মৃত খলিল আহমেদের পরিবারের নিকট সংগ্রহকৃত অর্থগুলো তুলে দেয়া হবে। এদিকে গ্রুপের সদস্যরা অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর নিকট আহবান জানিয়েছেন।
সিলেট আই নিউজ / এল টি
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য