শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন



Repoter Image

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশ ০৯/০৯/২০২৪ ০৩:২০:৩৫
কলেজ অধ্যক্ষ সহ আওয়ামীলীগ নেতাকর্মীর উপর মামলা

 সুনামগঞ্জের তাহিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেয়ায় কলেজের অধ্যক্ষ সহ ৮০ জন আওয়ামীলীগ নেতা কর্মীর উপড় মামলা দায়ের করা হয়েছে। 

গত রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপজেলার উওর বড়দল ইউনিয়নের আলাল উদ্দিনের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, তাহিরপুরের বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জুনাব আলী,উওর বড়দল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, তার ভাতিজা ছাত্রলীগ কর্মী তারেক আল মামুন,

উপজেলার কাঁশতাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগৈর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইউপি সদস্য জিয়াউর রহমান, ব্রাম্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলার পৈলনপুর গ্রামের জীবন কৃষ্ণ তালুকদারের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার,

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের ভাগ্নে উপজেলার কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস শহীদের ছেলে আদালতে বিচারাধীন একাধিক মামলার আসামি নুরে আলম সিদ্দিক সজল, সোহালা গ্রামের আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমদ তানিল, মৃত আব্দুল মজিদের ছেলে মানিক রাজ ওরফে কালা মানিক, উপজেলার বাদাঘাটের আব্দুর রহমানের ছেলে আলম শেখ, উপজেলার চরগাঁও গ্রামের (অব:পুলিশ সদস্য) সাজুদ্দিনের ছেলে রাজিব মিয়া, উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুর বারির ছেলে আফজাল সহ ৮০ জনের নাম উল্লেখ্যপুর্বক ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।  

তাহিরপুর থানার  (ওসি) এস. এম মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট আই নিউজ / এল টি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ