গোয়াইনঘাট প্রতিনিধি :>>
প্রকাশ ০৯/০৯/২০২৪ ০৯:৩৩:৩৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে ফেনির বন্যাদুর্গত এলাকায়।
সোমবার ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী ফেনির পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া সদর, বেতাঘী, সতেরো ও ফুলগাজি উপজেলার গুথুমা, ধর্মপুর, ঘাটঘর, চকবস্তা, থলিয়া, বশিকপুর, সোনাপুর, লক্ষিপুর হিন্দুপাড়া, আনন্দপুর ও ফৈথারায় প্রায় শতাধিক পরিবারে পুনর্বাসনের জন্য নগদ অর্থ এবং অসহায় হতদরিদ্র ১০টি পরিবারে ১০ হাজার করে বিধ্বস্ত ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
স্থানীয় প্রতিনিধি মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক ফুলগাজি নিবাসী মাওলানা মুনির আহমদ এর সার্বিক দিকনির্দেশনায় পুনর্বাসন সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের (সদ্য বিদায়ী) ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, লেঙ্গুড়া ইউপি সদস্য সাহেদ আহমদ, তরুণ ও সাংবাদিক আবু তালহা তোফায়েল ও রেজাউল করিম।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য