বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন



Repoter Image

নিজস্ব প্রতিবেদন ::

প্রকাশ ০৮/১২/২০২৪ ০২:১৩:২৬

সিলেটে ডেঙ্গুর প্রকোপর দেখা দিয়েছে। হু হু করে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে এ জীবাণু। ফলে নিরাময় কেন্দ্রগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে শুধু নভেম্বর মাসে শনাক্ত হয়েছেন ১৩৪ জন ডেঙ্গু রোগী। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছিলেন ২৭ জন। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তেরে সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চারজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এরমধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৯, মৌলভীবাজারে ৩০ এবং হবিগঞ্জে ১৭৩ জন। এছাড়াও নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, সিলেট নগরীতে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে মশক নিধন কার্যক্রম। বাজেট, ওষুধপত্র ও লোকবল সংকটের কারণে মশকনিধন কার্যক্রম বন্ধ থাকায় নগরে বাড়ছে মশার উৎপাত। এসবের মধ্যে মাঝে মাঝে এডিসের লার্ভা ধ্বংস করতে অভিযান চালাতো সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে শতকরা প্রায় ১৫ থেকে ২০ শতাংশ জায়গা মিলেছে এডিসের লার্ভা। কিন্তু গত ৪ মাস থেকে এই কার্যক্রমও পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে নগর এলাকায় বাড়ছে ডেঙ্গুঝুঁকি।

এদিকে যদিও সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে কারো মৃত্যুর রেকর্ড নেই। এরপরও সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। আক্রান্তদের মাঝে সিলেটের বাইরে যাওয়ার ট্রাভেল হিস্ট্রি যেমন আছে, তেমনি রয়েছে ট্রাভেল হিস্ট্রি নেই এমন রোগীও। ফলে ধারণা করা হচ্ছে আক্রান্তদের কেউ কেউ স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হতে পারেন।

সিসিকের মেডিকেল অফিসার ডা. সুলতানা সিরাজী বলেন, সিলেটে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধিন রোগীদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। আক্রান্তদের ট্রাভেল হিস্ট্রি ব্যাপারে জানতে চাইলে তার কাছে এই তথ্য নেই বলে জানান তিনি।

সিলেটের ডেপুটী সিভিল সার্জন ডা: জন্মেজয় শংকর দত্ত জানান, সিলেটে ডেঙ্গু রোগী বাড়ছে ঠিকই তবে তা আশঙ্কাজনক নয়। এছাড়া আক্রান্তদের সকলেরই ট্রাভেল হিস্ট্রি রয়েছে। স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হওয়ার ব্যাপারে কোন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।

সিলেট আই নিউজ / জেইউ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ