বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১১/১২/২০২৪ ১০:২৮:৫৭

সিলেটের কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষীণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া রইছ উদ্দিন (৫০) উপজেলার দলিবিল দক্ষীন নয়াগ্রামের মজর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়স্থগ্রাম সুরমা নদীর খেয়াঘাট হতে একটি টাটা কোম্পানীর পিকআপসহ রইছ উদ্দিনকে আটক করা হয়। পরে পিকআপ থেকে ৩৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃত রইছ উদ্দিন ও পিকআপ চালককে আসামী করে সংশ্লিষ্ট আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, ভারতীয় ১৯ বস্তা চা-পাতা ও ৬ বস্তা ভারতীয় চিনি বহনকারী ২টি সিএনজি চালিত অটোরিক্সাসহ ৩ জনকে আটক করে পুলিশ।

সিলেট আই নিউজ / জেইউ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ