বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন



Repoter Image

মাধবপুর প্রতিনিধি

প্রকাশ ১২/১২/২০২৪ ১০:৪৩:০১

মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘর বাজারের মালিক সমিতির আয়োজনে এবং জিসান ফ্যাশন এর সৌজন্যে ধর্মঘর মধ্যবাজারে এ শোকসভার আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মঘর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল আহাদ। ধর্মঘর বাজার মালিক সমিতির সভাপতি ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাজার কমিটির সভাপতি ধর্মঘর ইউপির চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিক সমিতির সহ-সভাপতি হাজী আবুজামাল, সাবেক শিক্ষক ফরাসউদ্দিন, ব্যবসায়ী লাল মিয়া প্রমুখ। 

শোকসভা শেষে ব্যবসায়ী মরহুম আশ্রাফ উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক   মাওলানা তোফায়েল আহমেদ রেজা।

প্রসঙ্গত, গত ৩ই ডিসেম্বর রাত ১০টার দিকে ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন ধর্মঘর ইউনিয়নের

গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ও চার মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট আই নিউজ / জেইউ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ