

তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ ১০/০১/২০২৫ ০২:৫৮:৪৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪হাজার,৩শত ১০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে এই অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ, ৪৮ হাজার, ২শত টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় অভিযান চলমান আছে।
সিলেট আই নিউজ / জেইউ

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য