

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ১২/০১/২০২৫ ০৯:৩০:৩২

সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল শেষে মোবাইল ফোন হারানোর অভিযোগে থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এদিকে পৃথক চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার নারীসহ ১০ জনকে আটক করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইলফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫ জন জিডি ও একজন চুরির মামলা দায়ের করেছেন।
আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন ড. মিজানুর রহমান আজহারির বয়ান শুনতে বিপুল সংখ্যক মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। ওয়াজে যাওয়া অনেকের মোবাইল ফোন চুরি যায়। একটি সূত্র জানিয়েছে, এই ওয়াজ মাহফিল থেকে শতাধিক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়েছে। ওয়াজ শেষে মোবাইলফোন চুরির বিষয়ে জিডি করেন অনেকে।
সিলেটের গণমাধ্যমকর্মী লুৎফুর রহমান তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজে যাওয়ার সময় তার স্যামসাং গ্যালাক্সি এ-৩৪ হ্যান্ডসেট চুরি হয়ে যায়। এছাড়া আরও অনেকে মোবাইলফোন হারিয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে দিয়ে অপ্রীতিকর এড়াতে সবাইকে সতর্ক করেছেন।
এই মাহফিলের শেষ দিনে শেষ দিনে মিজানুর রহমান আজহারী ছাড়াও তাফসীর পেশ করেন আল্লামা ইসহাক আল মাদানী, ড. অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শায়েখ আজমল মসরুর, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও মাওলানা হাসানুল বান্না বিন শরিফ আব্দুল কাদির। মাহফিলে প্রস্তাবনা পেশ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।
এর আগে মাহফিলের ২য় দিন শুক্রবার (১০ জানুয়ারী) আলোচনা পেশ করেন শায়েখ শাহ মোঃ ওয়ালী উল্লাহ, মাওলানা সাদিকুর রহমান আজহারী, আল্লামা সাঈদী পুত্র শামীম বিন সাঈদী, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হাফিজ মিফতাহুদ্দীন, ক্বারী মাওলানা মতিউর রহমান ও মাওলানা সাদিক সিকান্দর প্রমূখ।
১ম দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারী) তাফসীর পেশ করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল হাই জিহাদী, শায়খ আব্দুল হক, ড. মাওলানা এএইচএম সোলাইমান ও মাওলানা মাশুক আহমদ।
সিলেট আই নিউজ / জেইউ

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য