

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ১৪/০১/২০২৫ ১১:৪৫:৪০

গোলাপগঞ্জ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি, সায়রাত মহালের লিজগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবগর্, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন, নদীভাঙ্গন রোধ, রাস্তা সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলনে আসামীদের টাকার বিনিময় ছেড়ে দেয়া ও নিরীহদের মামলায় আসামি করা, উপজেলা চুরি ডাকাতি বৃদ্ধি ইত্যাদি তুলে ধরা হয়।
উক্ত বিষয়ে জেলা প্রশাসক খুব শীগগিরই এসব সমস্যা সমাধানের প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, এলজিইডি প্রকৌশলী ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসু)কে বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নির্দেশ দেন।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মোরাদ, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামার উজ্জল, জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সাংবাদিক হারিছ আলী, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মোক্তার হোসেন।
এসময় যৌথ বাহিনীর প্রতিনিধি ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা পূর্বে প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এবং বিজ্ঞান প্রযু্িক্ত মেলার স্টলগুলো পরিদর্শন করেছেন।
এ ছাড়াও জেলা প্রশাসক গোলাপগঞ্জে দিন ব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ থানা ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন।
এরপর উপজেলা কৃষিসম্প্রসারণ অফিস, ঢাকাদক্ষিণের সুনামপুরস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এর আগে উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৭জন পরিবারের লোকজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সিলেট আই নিউজ / জেইউ

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য