

গোলাপগঞ্জ প্রতিনিধি :>>
প্রকাশ ১৫/০১/২০২৫ ১২:৪৬:৫৯

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেটের কেন্দ্রীয় মক্তব পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী ২৫ ইং) রাত সাড়ে আটটার সময় বোর্ডের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী। এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফলাফল জমা দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
কায়দা, আমপারা, কুরআন শরীফ ১ম বর্ষ ও কুরআন শরীফ ২য় বর্ষ এই মোট ৪ বিভাগের পরীক্ষা ৪টি কেন্দ্রের মাধ্যমে ১৬টি মক্তবের ৩০১ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলো ৪১ জন। এতে বৃত্তি পায় ৯৪ জন, প্রথম বিভাগ ৮২ জন, দ্বিতীয় বিভাগে ৩৯ জন, তৃতীয় বিভাগে ১০ জন, বিবেচিত ৬৩ জন ও অকৃতকার্য ১৩ জন। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব বোর্ড কতৃর্ক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হয়।
ফলাফল প্রকাশ শেষে সাধারণ সভায় বোর্ডের পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলাফল প্রকাশ ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের দায়িত্বশীল ও বিভিন্ন মক্তবের পরিচালকবৃন্দ।
সিলেট আই নিউজ / জেইউ

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য