বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২৯/০১/২০২৫ ১১:৩০:৩১

গতকাল মঙ্গলবার আদালত প্রাঙ্গনে পরীমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। অভিনেত্রীর জামিনদারও হন তিনি।

এরপর থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে উঠেছেন সাদীকে নিয়ে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। তবে সাদী জানালেন বিষয়টি চোখে পড়েনি তার।

তিনি বলেন, ‘আমি পারিবারিক কাজে কিছুটা ব্যস্ত আছি। সে কারণে হয়তো বিষয়টি চোখে পড়েনি আমার।’ এদিকে পরীমণি, শেখ সাদী একে অন্যকে বন্ধু হিসেবে হিসেবে সম্বোধন করেছেন। তবে নেটাগরিকরা তা মানতে নারাজ।

গতকাল তাদের একসঙ্গে দেখার পর থেকে অনেকের ধারণা প্রেমের সম্পর্কে আছেন পরীমণি-শেখ সাদী।পরীমণির সঙ্গে বন্ধুত্ব নাকি প্রেম— জানতে চাইলে আগ্রহ দেখালেন না সাদী। শুধু বললেন, ‘সবাই যেরকম ভাবছেন সেরকম কিছু না।

আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। এছাড়া বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি না।’ কীভাবে বন্ধুত্ব পরীমণির সঙ্গে জবাবে— শেখ সাদী জানান, কাজের সূত্রে পরিচয়।

এরপর বন্ধুত্ব। তার কথায়, ‘আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের।’ আর কথা বাড়াননি শেখ সাদী।

বাইরে আছেন, এ বিষয়ে পরে কথা বলবেন- অজুহাত দেখান। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি শেখ সাদী।এদিকে সামাজিক মাধ্যমে সখ্যতার প্রমাণ মিলেছে শেখ সাদী-পরীমণির।

গেল ৩ জানুয়ারি সাদীর কাছাকাছি এসে সেলফিবন্দি হয়েছেন পরী। এছাড়া সাদীর একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। ২৩ জানুয়ারি পোস্ট করা সে ভিডিওতে পরীমণি লিখেছেন, ‘তুমি আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি! সাদী।’

সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। এরপর লিখেছেন, ‘আমি এক রকম তার কনসেন্ট ছাড়াই এটা ক্যাপিট্যুরেড করেছিলাম যখন সে তার আপকামিং মিউজিক অ্যালবামের শেষ গানটা লিখছিল! আমি অবাক হয়ে দেখছিলাম এত মানুষের মধ্যে, এত রেগুলার ওয়েতে কি করে একটা মানুষ এ রকম

সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ