বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৯/০৩/২০২৫ ০৮:০৯:০৮
ঘুষ বাণিজ্যের অভিযোগে বিশ্বনাথ থানার এসআই ক্লোজড
ছবি: সংগৃহীত



সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ক্লোজড করার পর তাকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমান।

এদিকে, `এস আই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সাথে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদনও করেন।,

জানা যায়, ``গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০) এর আসামীদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামী পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন।`` আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে কাজ না হওয়ায় মো.ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান এসআই আলীম উদ্দিন।

এ ঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয়।

``এব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনার সত্যতা রয়েছে তাই তাকে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে বাকিটা ব্যবস্থা নেয়া হবে।``


সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ