

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ০৭/০৫/২০২৫ ০৮:৩০:৫৬

ছবি: সংগৃহীত
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া এ জমকালো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রিকেটার নাইম আহমদ।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও আবুল ফজল মোহাম্মদ ইয়াহইয়া।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না ও সাধারণ সম্পাদক আবু জাহেদ রাহী, ফিজা এন্ড কোং এর প্রতিনিধি পিনাক, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, তপু বিশ্ব, ক্রিকেট কোচ রাজু আহমদ ও দেওয়ান আরাফাত জাকি প্রমুখ।
সিলেট আই নিউজ / ওপিএম

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য